বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত : ১:২১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
মধ্য ষাটেও ছোট-বড় পর্দায় চুটিয়ে কাজ করছিলেন। এই ক’দিন আগেও একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘এ বয়সে যা কাজ করছি, সে সুযোগ আমার কুড়িতে পাইনি।’’ তবে বৃহস্পতিবার আচমকাই খবর— প্রয়াত সতীশ কৌশিক। শোকের ছায়া নেমে আসে বলিপাড়ায়। তবে শোকাহত হওয়ার পাশাপাশি হা-হুতাশও করছেন টেলি-অভিনেত্রী গরিমা জৈন।
আশির দশকে কুন্দন শাহের ‘জানে ভি দো ইয়ারোঁ’-তে আত্মপ্রকাশ। তার পর প্রায় চল্লিশ বছরে অভিনেতা এবং পরিচালকের চেয়ারে ঘুরেফিরে বসেছেন সতীশ। নয় নয় করেও উনিশটি ছবির পরিচালক।
কুড়ি নম্বর সিনেমাও নাকি পরিচালনার কথা ছিল সতীশের। তাতেই নাকি সুযোগ পেতেন গরিমা। আর সে জন্যই নাকি তাঁর হতাশার অন্ত নেই।