রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী
নোয়াখালীতে জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রি করার সময় রাহী (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাহী সদর উপজেলার মোল্লাকাট পট্রির লিটনের ছেলে।
সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।