বুধবার, ৩১ মে ২০২৩

৫০ কেন্দ্রের ফল : ১৫০ ভোটে এগিয়ে জায়েদা

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩


নগর নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের দিকে চোখ সারা দেশের মানুষের। নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ৫০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৭৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯২৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম হাতি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৫২ ভোট।

১৫০ ভোটে এগিয়ে আছেন টেবিল ঘড়ি প্রতীকে সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর এর মা জায়েদা খাতুন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

নগরনিউজ/আরএস/২০২৩

সর্বশেষ