বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

২৫০০ মানুষের মুখে ইফতার তুলে দিল এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন

প্রকাশিত: বুধবার, এপ্রিল ২১, ২০২১

চট্টগ্রাম: ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া ভাসমান ও খেটে খাওয়া আড়াই হাজার নিন্ম আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

বুধবার (২১ এপ্রিল) নগরীর নন্দনকানন, পশ্চিম ষোলোশহর, আগ্রাবাদ ও হালিশহর এলাকার বিভিন্ন স্থানে ফাউন্ডেশনের পক্ষ থেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ-সম্পাদক হেলাল আকবর চৌধুরীর সাবিক তত্ত্বাবধানে এ ইফতার বিতরণ করা হয়।

সরেজমিন দেখা যায়, ট্রাকে করে বিরিয়ানি প্যাকেট নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ইফতার পূর্ববর্তী সময়ে বিলি করছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। এতে নিন্ম আয়ের মানুষজন সারিবদ্ধভাবে একে একে খুশিমনে গ্রহণ করছেন ইফতার।

আয়োজন সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান মাস ও সর্বাত্মক লকডাউনে অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডশনের পক্ষ হতে এ উদ্যোগ নিয়েছে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। শুধু ইফতার নয়, ম্যাসব্যাপী সেহেরিও বিতরণ করা হবে।

আজ ৭নং ওয়ার্ড পশ্চিম ষোলোশহরে ইফতার বিতরণে ওয়ার্ড আ. লীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুবলীগ নেতা এস কে মাহামুদ হিরু, খোরশেদ আলম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, এম ইউ সোহেল, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, মো. জিকু, আরফাত হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন দিপু, জয় দীপ্ত, ইমরান হোসেন জিকু, মোহাম্মদ ইমন, মোহাম্মদ ইমরান, শেখ অপূর্ব জাহেদসহ প্রমুখ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ