বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষ, কাউন্সিলর ওয়াসিম আহত

প্রকাশিত: বুধবার, মে ৩১, ২০২৩

নগর প্রতিবেদক::

নগরের লালদিঘীর পাড়ে জেলা পরিষদের মার্কেটের সামনে ১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ কয়েকজন আহত হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেলে পৌনে পাঁচটার দিকে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের ২০ মিনিট পরে পুণরায় সমাবেশ শুরু হয়েছে।

এরপরও গণসমাবেশে চলাকালে দু’পক্ষের মধ্যে‌ হাতাহাতির একাধিকার ঘটনা ঘটেও গণসমাবেশে বন্ধ হয়নি।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সমাবেশ পুনরায় শুরু হয়েছে।

সমাবেশে বিশৃঙ্খলা বিষেয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বড় সংগঠনে পছন্দ অপছন্দ থাকতে পারে। তাই বলে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়াতে পারি না। আমরা সবসময় এটা বলি। তবুও অনেকে উদ্দেশ্য নিয়ে এখানে আসেন ও ষড়যন্ত্র করেন। মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা করেন। আগামীর দিনগুলোতে যারা মিছিল নিয়ে আসবেন। যারা মিছিলে নেতৃত্ব দিবেন, যে মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাদেরকে দায়-দায়িত্ব স্বীকার করতে হবে।

দু’পক্ষের সংঘর্ষের বিষয়ে চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয় ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, তোদের মা-বাপ আদব কায়দা স্বীকায়নি। মিটিংয়ে নেতার বক্তব্য শুণেতে এসেছে, তোদের মারামারি দেখতে আসেনি। মারামারি করতে চাইলে মারামারি করার ব্যবস্থা করে দেব। লালদিঘীর মাঠে একদিন সময় নিয়েও কার কার চেয়ে বড় বলি দেখা যাবে। সমাবেশ মারামারি করার জায়গা নয়।

সর্বশেষ

সর্বশেষ