মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

‘হ্যালো ছাত্রলীগ’ মিলবে ফ্রি মেডিসিন সেবা, চমেক ছাত্রলীগের উদ্যোগ

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

করোনার সংক্রমণকালে টেলিমেডিসিন সেবা ‘হ্যালো ছাত্রলীগ’ চালু করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগ।

১৪ জন এমবিবিএস এবং ২ জন বিডিএস চিকিৎসকের সমন্বয়ে ২৪ ঘন্টাই সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন এই কার্যক্রমের সমন্বয়ক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাসায় বসে চিকিৎসা নেওয়ার সুবিধার্থে চমেক ছাত্রলীগ এ উদ্যোগ নিয়েছে। গত বছরও আমাদের এই উদ্যোগ ছিল। করোনা পরিস্থিতির এ সময়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। সব মিলিয়ে মোট ১৬ জন চিকিৎসক সেবা দিবেন। ২৪ ঘণ্টাই ফোনে পাওয়া যাবে এ সেবা।

এমবিবিএস চিকিৎসকরা হলেন: ডা. হাবিবুর রহমান (০১৬২৭২৭০৮৯৭), ডা. এম এ আউয়াল রাফি (০১৫২১৪৮৭৬৩০), ডা. ওসমান গণি (০১৭৭১২৩২৪৬৭), ডা. তাজওয়ার রহমান খান (০১৮৭২৫২০০২১), ডা. মাসুম বিল্লাহ (০১৫২১২০৬৫৪৩), ডা. ফয়সাল আহমেদ (০১৭৭৯২১৫৭৫৯), ডা. নূর মোহাম্মদ (০১৫২১৫৩২৮৮৫), ডা. অতন্দ্র আকাশ (০১৫২১৪৮৭৬৩১), ডা. ফারিহা দেওয়ান (০১৬৮৯৫৭৭৮২৮), ডা. মাহমুদ হাসান (০১৬৮২৩৩৯৭৩৯), ডা. এএলএনএস শাহরিয়ার (০১৩০৩০২৩৮৯৪), ডা. ইমতিয়াজ উদ্দিন মানিক (০১৮৩৪৬৮৫৩৭৩), ডা. আফিফ আনজুম রিফাত (০১৬৭৭১১২৩৬১), ডা. আজমাঈন ইকতিদার (০১৬৪৩৯৫১৫৩৯)।
এছাড়া বিডিএস (ডেন্টাল) চিকিৎসকরা হলেন: ডা. আব্দুস সামি (০১৭৮২৭৬৬৩২৫), ডা. স্বীকৃত দাশ (০১৭৫৫০০৫৫১৭)।

সর্বশেষ