বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

হেফাজত নেতা জাকারিয়া নোমান গ্রেফতার

প্রকাশিত: বুধবার, মে ৫, ২০২১

জাকারিয়া নোমান ফয়জী

স্টাফ করেসপন্ডেন্ট:

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে চকরিয়া থেকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।

জাকারিয়া নোমান ফয়েজি হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকেও আসামী করা হয়েছে। আর এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

সর্বশেষ

সর্বশেষ