বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

হেফাজত-ছাত্রদলসহ তিন নেতা গ্রেফতার

প্রকাশিত: শনিবার, মে ১, ২০২১

হেফাজতে ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট:

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব জাফর আহমদসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতাও আছেন। জাফর আহমদের বিরুদ্ধে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন হাটহাজারী থানায় আক্রমণ, ভূমি অফিসে অগ্নিসংযোগসহ হেফাজতের তাণ্ডবে ইন্ধন দেওয়ার অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১ মে) দুপুরে তাদের হাটহাজারী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার বাকি দু’জন হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাভেল ও হেফাজত কর্মী মো. সালাহউদ্দিন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গত ২৬ মার্চ হাটহাজারীতে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, এর ইন্ধনদাতা হিসেবে জাফর আহমদের সম্পৃক্ততা আমরা তদন্তে পেয়েছি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সরাসরি জড়িত একজন হেফাজত কর্মী এবং মদতদাতা হিসেবে ছাত্রদলের একজন সাবেক কেন্দ্রীয় নেতাকেও গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

সর্বশেষ