বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

হেফাজতের যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী রিমান্ডে

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা মামলা পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা সাইফুল্লাহ্কে আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলাটি করা হয়।

সর্বশেষ

সর্বশেষ