মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
হাটহাজারী মডেল থানায় সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে (৫৪) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরা ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে ও নেজামে ইসলাম পার্টির নেতাও।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, তাকে আদালতে আনা হয়েছে। তবে রিমান্ড আবেদন করেনি।
বুধবার রাত সাড়ে এগারোটায় নগরীর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার বাসা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজহারকে র্যাব-৭ সদস্যরা তাকে গ্রেফতার করে।