শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বুধবার, এপ্রিল ২১, ২০২১
ঢাকা: ২০১৩ সালের রাজধানীর শাপলা চত্তরে হেফাজতের তান্ডবের ঘটনায়সহ পল্টন থানায় দায়ের করা মামলায় পৃথক তিন মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলামের ২১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ এপ্রিল) পাঁচ দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে পৃথক তিন মামলায় ত্রিশ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ রিমান্ডে আদেশ দেন। তিন মামলায় পর্যায়ক্রমে তাদের রিমান্ড ভোগ করতে হবে আদেশে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ এপ্রিল আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
গত ১৪ এপ্রিল সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের ২০১৩ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।