শনিবার, ২৫ মার্চ ২০২৩

হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়ে থানার ওসি বদলি!

প্রকাশিত: বুধবার, এপ্রিল ২৮, ২০২১

হেফাজতের তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

বুধবার বিকালে সিলেট হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, খাঁটিহাতা ফাঁড়ির ওসির বদলির সঙ্গে হেফাজতে ইসলামের তাণ্ডবের কোনো বিষয়ে সংশ্লিষ্টতা নেই। এটি আমাদের অফিসিয়াল প্রচলিত প্রক্রিয়ায় হয়েছে।এর আগে হেফাজতের তাণ্ডবের ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিমকে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদ্রাসাছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা।

আরো পড়ুন