বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, এপ্রিল ২৫, ২০২১
চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণার কয়েক ঘন্টা পরই নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গঠিত আহবায়ক কমিটি উপদেষ্টাদের পরামর্শেক্রমে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যাক্তিগত সহকারী ইনআমুল হাসান ফারুকী।
ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে।
আমীর পদে পুনরায় বহাল আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
এই ৩ সদস্যের আহ্বায়কগন অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবপন বলে জানা গেছে।
এদিকে ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে জুনায়েদ বাবুনগরীর আপন মামা। মামা-ভাগিনার হাতেই থাকছে হেফাজতের কর্তৃত্ব।
এদিকে নতুন করে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফীর অনুসারীরা নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানিয়েছেন সাবেক নেতা মাঈনুদ্দীন রুহী।
এক ভিডিও বার্তায় জুনায়েদ বাবুনগরীর কমিটির সমালোচনা করে কমিটি বিলুপ্ত করাকে সাধুবাদ জানিয়ে আহমদ শফীর ত্বরিকায় নতুন হেফাজতে ইসলাম গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
সে ঘোষণার দেওয়ার পরপরই বাবুনগরী নতুন আহবায়ক কমিটি ঘোষণা দিয়েছেন।