বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ২৬, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। প্রতি বছর মৎস্য প্রজনন মৌসুম মে-জুনে প্রাকৃতিক জোতে (তিথি) ডিম ছাড়ে বিভিন্ন প্রজাতির মাছ। এবার সেটি ছিল ১০ থেকে ১৪ মে। তবে নদীতে মা মাছের আনাগোনা থাকলেও ডিম ছাড়েনি। মঙ্গলবার মধ্যরাতের পূর্ণিমার চলতি জোতেই ডিম ছেড়েছে মা মাছ।
গত কয়েকদিন ধরে মাঝেমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় ডিম সংগ্রহকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। তারা প্রস্তুত ছিল ডিম সংগ্রহে। এরমধ্যেই ঘূর্ণিঝড়ে প্রভাবে গতরাত থেকে শুরু হয় বৃষ্টি। আর এই বৃষ্টির প্রভাবে জোয়ারেই নমুনা ডিম ছাড়তে শুরু করেছে বিভিন্ন প্রজাতির মা মাছ। রাত থেকেই হালদায় শুরু হয়েছে ডিম আহরণের উৎসব।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারীর ইউএনও রুহুল আমীন। রাতেই তিনি ফেসবুকে ডিমের ছবি দিয়ে লেখেন, ‘কয়েকজন অভিজ্ঞ ডিম সংগ্রহকারী জানালেন নমুনা ডিমের খবর।’
তিনি বলেন, গত কয়েক দিন ধরে সব ধরণের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারীরা। সংশয় থাকলেও পূর্ণিমার চলতি জোতেই নমুনা ডিম ছেড়েছে মা মাছ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে নমুনা ডিম ছেড়েছে। আজিমের ঘাটের কামাল সওদাগর, আশু বড়ুয়া ও আব্দুল কাদের নামের তিন ডিম সংগ্রহকারী আমাকে মোবাইল ফোনে ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এখন হালদাপাড়ে উৎসবের আমেজ। এটি আগামীকাল সকাল পেরিয়ে বিকেলেও থাকবে।
তিনি জানান, হালদা নদীর হাটহাজারী ও রাউজান অংশের আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনা ও সত্তার ঘাট অংশে কয়েক শত নৌকার মাধ্যমে ডিম আহরণ চলছে।
ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর বলেন, ‘আমরা প্রায় ১ হাজার ডিম সংগ্রহকারী প্রস্তুত। ডিম সংগ্রহে জাল, বালতি, থালা-বাসন, বাঁশ, ছাউনিসহ সব ধরনের উপকরণ নিয়ে প্রস্তুত। পরিষ্কার করা হয়েছে গড়দুয়ারার মাছুয়া ঘোনা হ্যাচারিও।’
জানা যায়, অতীতের অন্তত পাঁচ বছরের তুলনায় গত বছর রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ করা হয়েছিল। কারণ প্রায় আড়াই বছর ধরে হাটহাজারী উপজেলা প্রশাসন মা মাছ নিধন, অবৈধ ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ, বালু উত্তোলন ও দূষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ইতিমধ্যে পরিচালিত হয়েছে ২ শতাধিক অভিযান।
বাংলাদেশ সময় ১২.১৯ পিএম,
নগর নিউজ/ ইএ/ ২৬ মে ২০২১