বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ২৩, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কিছুদিনের মধ্যে ডিম ছাড়বে কার্প জাতীয় মা মাছ। এ সময়কে সামনে রেখে অপেক্ষার প্রহর গুণছেন হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা। সব ধরনের প্রস্তুতিও সম্পূর্ণ করেছে তারা। কিন্তু এখনও থেমে নেই হালদায় ইঞ্জিনচালিত নৌকার বিচরণ।
প্রতিনিয়ত ইঞ্জিনচালিত ও বালুবাহী নৌকার চলাফেরা দেখা যাচ্ছে। যার কারণে হুমকিতে পড়ছে হালদা নদীর মা মাছ।
এদিকে মা মাছ রক্ষায় রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হালদার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেছে রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা।
তিনি বলেন, হালদার মা মাছ রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এরপরও কিছু অসাধু ব্যক্তি থেমে নেই। তাদের জন্য হালদার ব্যাপক ক্ষতি হচ্ছে। অভিযানে দুই নৌকার ইঞ্জিন ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় গড়দুয়ারা ও পেশকার হাট অংশে দুই নৌকার ইঞ্জিন ধ্বংস করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পুলিশ, আনসার ও আইডিএফ’র কর্মকর্তারা।