মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ২, ২০২১
আট দফায় ভোটগ্রহণের পর রোববার ভারতের পশ্চিমবঙ্গসহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত একটি অঞ্চলের নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা হচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এরই মধ্যে নিজেদের হার স্বীকার করে নিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণ ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন।
দুপুরে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কৈলাস বলেন, ট্রেন্ড দেখে মনে হচ্ছে জনতা মমতা দিদিকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছে। কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। তবে আমাদের প্রত্যাশা মতো ফল হয়নি। তবে আমরা অনেকটা এগিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমাদের ৩টি আসন ছিল। তার থেকে অনেকটা এগিয়েছি।
তিনি জানান, ফলাফল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তার। ফলাফলের ব্যাপারে তাকে জানিয়েছেন তিনি।
কৈলাস বলেন, অনেকের হারে আমি আশ্চর্য হয়েছি। বাবুলদা, লকেট জি, রাহুল সিনহার হারে আমি আশ্চর্য হয়েছি।
কিন্তু কেন এমন খারাপ ফল হল বিজেপির? জবাবে কৈলাস বলেন, দিদির চোট লেগেছে সেই আবেগ কাজ করে থাকতে পারে। বহিরাগত ইস্যুও কাজ করে থাকতে পারে। আমরা সেটা বিশ্লেষণ করে দেখবো।
সূত্র: হিন্দুস্তানটাইমস।