বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ২৬, ২০২১
সুলতানা তানিয়া, নোয়াখালী :
হাতিয়ায় জোয়ারে সাত ইউনিয়ন প্লাবিত। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তোড়ে নোয়াখালীর হাতিয়ার তুফানিয়া গ্রামের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তা রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে আজ বুধবার জোয়ারের পানিতে ওই বেড়িবাঁধ পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে জোয়ারে তুফানিয়া গ্রামের ইরাক মেম্বারের বাড়িসংলগ্ন এলাকায় সম্প্রতি নির্মিত একটি বেড়িবাঁধের এক পাশের কমপক্ষে ৩০-৪০ ফুট জায়গা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এক দিন পার হলেও পাউবো কিংবা উপজেলা প্রশাসনের কেউ বেড়িবাঁধটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তিনি উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দুর্যোগকবলিত লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা শুরু করেছেন। দুপুর ১২টা নাগাদ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৬০০ নারী, শিশু ও বিভিন্ন বয়সের মানুষ আশ্রয় নিয়েছেন।
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান মেহরাজ উদ্দিন বলেন, নিঝুম দ্বীপে কোনো বেড়িবাঁধ নেই। তাই জোয়ারের পানি অতি সহজে দ্বীপের বিভিন্ন অংশে ঢুকে পড়েছে। আজ দুপুরের দিকে শুরু হওয়া জোয়ারের পানিতে দ্বীপের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। দ্বীপের আটটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। লোকজন দিনের বেলা সেখানে যেতে চাচ্ছেন না। বেশির ভাগ মানুষ দ্বীপের বিভিন্ন বাজারে, উঁচু রাস্তায় অবস্থায় অবস্থান নিয়েছে।
মেহরাজ উদ্দিন আরও বলেন, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিন হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে আড়াই কেজি চাল, ৫০০ গ্রাম চিড়া ও মুড়ি ৫০০ গ্রাম। বাজারে ও সড়কে অবস্থানকারী মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপজেলার নিঝুম দ্বীপ, সোনাদিয়া, তমরুদ্দি, হরণী, চানন্দিসহ বিভিন্ন ইউনিয়নে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংস্থা পিপিসির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা শুরু করেছেন। তবে ঠিক কতজনকে দুপুর পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে, সে তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময় ০৭.০৮ পিএম,
নগর নিউজ/ ইএ/ ২৬ মে ২০২১