সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
নগর ডেস্ক ::
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে ” বিএনপি – জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও নির্বাচন বানচালের অপতৎপরতার” প্রতিবাদে আয়োজিত গণ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে হাটহাজারীর সর্বস্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের সমর্থক, শুভানূধ্যায়ীসহ হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে উক্ত গণমিছিলকে জনসমুদ্রে পরিণত করায় সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গণমিছিলের সংবাদ প্রচারে নিয়োজিত সকল সাংবাদিকদের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে নিউজ কভার করেছেন।
আগামী দিনেও আওয়ামী লীগের সাথে থেকে যেকোন পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা করার জন্য হাটহাজারী উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান এম এ সালাম।