মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১
বিজ্ঞপ্তি:
হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মে) হাটহাজারীর ১৫টি ইউনিয়ন, হাটহাজারী পৌরসভা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সকালে লালিয়ারহাট এলাকায় মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গুমানমর্দ্দন ইউনিয়নে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. মোরশেদ, বিএনপি নেতা নূর মোহাম্মদ, মোহাম্মদ আলী, মো.সবুর, ইলিয়াস, মোজাহের প্রমুখ।
উত্তর মার্দাশা ইউনিয়নে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইয়াহিয়া জিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো.মুরাদ, যুবনেতা এমজি কিবরিয়া, মোজাহের, রোখন, আরাফাতসহ নেতাকর্মীরা।
বুড়িশ্চরে আয়োজিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াসিম রেজা। বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব মুছা আনসারী, বুড়িশ্চর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন মজনু, সাবেক সহ-সভাপতি হাজী মো. বশির, নাসির উদ্দিন কোম্পানি, আকতার হুসাইন, মো. শফী, কফিল উদ্দিন চৌধুরী, শিকারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোজাম্মেল হক ডাইমন্ড, বুড়িশ্চর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুল ইসলাম টিটু, যুবদল নেতা সাইফুল কামাল রুবেল, যুবদল নেতা মো. আলাউদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিজভী, সৈয়দ মো. মোজাম্মেল রেজা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোস্তফা আলম মাসুম, উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. মোমেন, ছাত্রদল নেতা আবদুল হাকিম, আফতানসহ নেতাকর্মীরা। ছিপাতলী ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল মান্নান সওদাগর, সহ সভাপতি মো.কামাল, আবুল হোসেন মেম্বার, মো.কামাল মেম্বার, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইমন খায়ের তুষার,মো.শাহেদ সহ নেতাকর্মীরা।
ফরহাদাবাদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপি নেতা হাকিম উদ্দিন,সৈয়দ ফারুক,বিএনপি নেতা মালেক হাজী, মাজহারুল ইসলাম, যুবদল নেতা এনাম , গিয়াস, তারেক, ছাত্রদল নেতা হেলাল, শাকিল সহ নেতাকর্মীরা।
দক্ষিণ মার্দাশায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী বিএনপির সদস্য আবুল হোসেন চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান বাদশা, সহ সভাপতি শাহ আলম, সুলতান আহমদ, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহাদাত চৌধুরীসহ নেতাকর্মীরা।
১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী ইউসুফ, সিনিয়র সভাপতি ফজলুল কাদের, আজাদ মাস্টার, মো.দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদল নেতা রায়হান মাহমুদ রিজভী, ওয়ার্ড যুবদল নেতা মো.সোলায়মান, সুলতান, মানিক, পারভেজ, মুন্নাসহ নেতাকর্মীরা।
হাটহাজারী পৌরসভার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো.মঈন উদ্দিন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, যুবদল নেতা শাহেদুল আজম শাহেদ, মো. হালিম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম চৌধুরী, সদস্য মো.মামুন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স জামশেদ, রিপন চন্দ্র নাথ, মুন্না, শাহীন,পারভেজ, রাসেলসহ নেতাকর্মীরা।
এছাড়া হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে, গড়দুয়ারা ইউনিয়নে, মেখল ইউনিয়নে, চিকনদন্ডী ইউনিয়নে, ফতেপুর ইউনিয়নে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা বলেন, সৈয়দ ওয়াহিদুল আলম শুধু জনপ্রিয় নেতাই ছিলেন না, তিনি ছিলেন কর্মিবান্ধব নেতা। দল ও দলের নেতাকর্মীদের দুঃসময়ে তিনি সবসময় পাশে থাকতেন। এ গুণী ব্যক্তি আমাদের মধ্যে তার কর্মের গুণে বেঁচে থাকবেন। দল ও দেশের বিভিন্ন সংকটকালে তার সাহসী ভূমিকা বিএনপি নেতাকর্মীরা আজীবন স্মরণ রাখবে। সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তার কর্মের প্রতি ছিলেন দায়িত্বশীল। তার কর্মগুণে তিনি চট্টগ্রামবাসীর হৃদয়ে বহুদিন বেঁচে থাকবেন। দলের প্রতি তার আনুগত্য ও রাজনৈতিক দৃঢ়তা ছিল অপরিসীম।
বাংলাদেশ সময় ০৮. ৩৮ পিএম,
নগর নিউজ/ ইএ/ ২৭ মে ২০২১