শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২০, ২০২১

করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকেই মুজিববর্ষের কিছু অনুষ্ঠান ছাড়া আর সরাসরি কোনো অনুষ্ঠানে যোগ দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসমাগম এড়াতে বরাবরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন সরকার প্রধান। আর এজন্য বারবার আক্ষেপ করতে শোনা গেছে তাকে। এবারে সে  আক্ষেপ ঘুচল। বৃহস্পতিবার (২০ মে) গণভবনে নিজ হাতে মনোনীতদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন সরকার প্রধান।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এবারের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

পদকপ্রাপ্তদের তালিকা-
১. মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
২. শহীদ আহসান উল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৩. মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ  (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৪. মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৫. ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি)
৬. মহাদেব সাহা (সাহিত্য)
৭. আতাউর রহমান (সংস্কৃতি)
৮. গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি)
৯. অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা)
১০. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)।

গত ৭ মার্চ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার জন্য ২০২১ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে এ অনুষ্ঠান। তাই সীমিত আকারে, স্বাস্থ্যবিধি মেনে গণভবনেই করলাম। স্বাধীনতা পদক যদি নিজের হাতেই তুলে দিতে না পারি তাহলে নিজের কাছেই কেমন লাগে। এবার অস্বাভাবিক পরিস্থিতির জন্য ঘটা করে হলো না, এজন্য দুঃখিত।’

সর্বশেষ