শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশিত: মঙ্গলবার, মে ৪, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বিষপানে মোহাম্মদ বেলাল সওদাগর (৩৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৪ মে) বিকেল ৩টার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বেলালের স্ত্রীর সঙ্গে তার আরেক ভাইয়ের স্ত্রীর কয়েকদিন আগে ঝগড়া হয়। বেলাল উদ্যোগ নিয়ে ওই সমস্যার সমাধান করেন। মঙ্গলবার ভোরে বেলাল সাহরি খাওয়ার জন্য উঠলে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। সে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে কিছু কাজ শেষে নিজের মুদি দোকানের ভেতরে ঢুকে বক মারার বিষপান করেন।

মুমূর্ষু অবস্থায় বড় ভাইকে ফোন দিয়ে তার ছেলে-মেয়েদের খেয়াল রাখতে বললে সন্দেহ হয়। তার ভাই দোকানে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ