শনিবার, ০১ এপ্রিল ২০২৩

সোনাগাজীতে ১২৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রকাশিত: শনিবার, মার্চ ১৮, ২০২৩

ফেনী প্রতিনিধি:

সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে ওছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শামছুল আমীন বাচ্চু মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ শনিবার সকালে স্থানীয় ওছমানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১২৯ জনকে এ বৃত্তি দেয়া হয়েছে।

ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন বাহারের সভাপতিত্বে রামপুর নাসির মেমোরিয়াল কলেজের প্রভাষক রাশেদা খানম ও ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শান্তা রানী দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ডীন ড. মোহাম্মদ আবুল হোসাইন। প্রধান আলোচক ছিলেন ঢাকা উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার ডা: নুরুল হোসাইন,বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুল হক মিল্লাত, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, চট্রগ্রাম জর্জ কোটের আইনজীবি আবদুল ওহাব,পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এনামুল হক, ওছমানিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসমাইল, নোয়াখালী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ এএসএম ওয়ালী উল্যাহ, বাংলাদেশ রেলওয়ে সহকারি পরিচালক ইমাম উদ্দিন, বগাদানা ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল,চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন, ওসমানিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, ওছমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এনামুল হক, বগাদানা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আ খ ম ইসহাক খোকন, হাবিব উল্লাহ পারভেজ, সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক এম এ মান্নান ফারুক , বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদ আক্তার শান্ত , সাবেক প্রধান শিক্ষক, জহিরুল হক, সাবেক শিক্ষক আবদুল হাই সাবেক সহকারী প্রধান শিক্ষক মো: ইছা, প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার আবুল হাসেম প্রমুখ।

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন জানান, বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৮ম শ্রেণির ১ হাজার ৬১০ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে বাছাই করে ১২৯ জনকে বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তি পরিচালনা কমিটির চীফ কো অর্ডিনেটর ডা: খালেদ মাহমুদ টিপু জানান, উক্ত বৃত্তি পরীক্ষায় সোনাগাজী উপজেলার ১১০ টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

সর্বশেষ