বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ৩১, ২০২৩
নগর প্রতিবেদক :
কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৩১ মে)।
২০২০ সালের এদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
সৈয়দ জামাল আহমেদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের কাজী বাড়িতে। আজ বুধবার বাদ আসর দোয়া, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী জানান, সৈয়দ জামাল আহমেদ ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বাদে আসর তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সৈয়দ জামাল আহমেদ দীর্ঘদিন কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং কর্ণফুলী উপজেলা গঠন হওয়ার পর তিনিই উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ২০১৩-১৪, ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ মেয়াদে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সহ-সভাপতি, ২০১৯-২১ মেয়াদের পরিচালক এবং সিআইটিএফ-২০২০ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।
দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট ছিলেন। পাশাপাশি তিনি চিটাগাং চেম্বারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তাছাড়া সৈয়দ জামাল আহমেদ এ জে চৌধুরী কলেজের গভর্নিং বডির সদস্য, দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী হিসেবেও সুপরিচিত ছিলেন।