বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেক্টর কমান্ডারস ফোরামের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন

প্রকাশিত: রবিবার, মার্চ ২৬, ২০২৩

নগর ডেস্ক ::

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ বিরোধী অপশক্তি প্রতিরোধের দৃঢ় প্রত‍্যয়ে চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের উদ‍্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

আজ রবিবার নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজনীতিক নুরুল আলম মন্টু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মো.সেলিম চৌধুরী, জেলার সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নারী বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুন নাহার খুশী, জেলা ও নগর নেতৃবৃন্দের মধ‍্যে মোহাম্মদ নাজিম উদ্দিন, পংকজ রায়, মঈনুল আলম খান, কামাল হোসেন রিজভী, শফিকুর রহমান, রাজীব চন্দ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, এডভোকেট আফসারুল হক, ইঞ্জিনিয়ার এস.বি চক্রবর্তী, শিলা চৌধুরী, মোহাম্মদ সেলিম, মফিজুর রহমান বাহাদুর, আশফাক আহমেদ, আবুল কালাম, গাজী আজীজ উল্লাহ, ইয়াছিন আরাফাত, সুমন সেন প্রমূখ।

সর্বশেষ