সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩
সীতাকুণ্ড প্রতিনিধি ::
সীতাকুণ্ডে উপজেলার কুমিরা এলাকা থেকে ৫৫০ লিটার চোলাই মদসহ ১১ জনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আজ শুক্রবার (২০ অক্টোবর) ভোরে বড় কুমিরা মাজার রোডে গোল্ডেন ইস্পাত মেইলের উত্তর পাশে জুম্মাপাড়া গ্রামে অভিযান চালানাে হয়।
এ বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ইনচার্জ তোফায়েল আহমেদ।
আটকৃতরা হলেন নিত্য ত্রিপুরা (২৫), দ্বীপন ত্রিপুরা (২৯), ঘুম ত্রিপুরা (২০), সুপিয় ত্রিপুরা (৪২), রতন ত্রিপুরা (৪৭), চেইন ত্রিপুরা (২৬), তন্ময় মাংসাং গারো (৩০), জুনাত্রি মুড়ং (২৬), সুয়াদেবি চাকমা (৫০), বনেশ্বর ত্রিপুরা (৩৫), রবি ত্রিপুরা (৫৩)। তারা সবাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ত্রিদীপ কুমার হেডম্যান এলাকাল বাসিন্দা।
সীতাকুণ্ড মডেল থানার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানদূর্গাপূজায় মাদকমুক্ত রাখতে সীতাকুণ্ড পুলিশের অভিযান ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১১ জনকে আটক করা হয়েছে।তাদের কাছ থেকে ৫৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।