সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

সীতাকুণ্ডে বিনামূল্যে প্রান্তিক ৮’শ কৃষককে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: সোমবার, নভেম্বর ২০, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮’শ প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রবি ২০২৩-২৪’ এর প্রণোদনা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম রফিকুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম ও হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রণোদনা কর্মসুচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, উপজেলা ইঞ্জিনিয়ার মনির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, প্রকল্প কর্মকর্তা আলমঙ্গীর হোসেন, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মনির হায়দার, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, পিআইও মোঃ আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ।

এদিকে কৃষি অফিস সুত্রে জানা যায়, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা অব্যাহত রেখে পুষ্টি ঘাটতি পূরণের জন্য সরকার ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন মুগ ও খেসারি আবাদ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন। সে লক্ষ্যে চট্টগ্রাম জেলার ৮ হাজার ৫শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন সরকার। তারই ধারাবাহীকতায় সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৮শ’ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে ভুট্টা ফসলের মধ্যে জন্য ৬০ জন, চীনা বাদামের জন্য ৩০ জন, সরিষা আবাদের জন্য ২০০ জন, সূর্যমুখী ফসলের জন্য ৩০ জন, শীতকালীন মুগ আবাদের জন্য ৪০০ জন, খেসারী ফসলের জন্য ৮০ জনকে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

তালিকাভুক্ত প্রতি কৃষককে ১ বিঘা ভূট্টা আবাদের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সরিষা আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, চীনা বাদাম আবাদের জন্য ১০কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার, সূর্যমুখীর জন্য ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া শীতকালীন মুগ আবাদের জন্য ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫কেজি এমওপি সার এবং খেসারি আবাদের জন্য ৮কেজি বীজ, ১০কেজি ডিএপি,৫কেজি এমওপি সার কৃষকদের দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) হাবিবুল্লাহ্ বলেন, সরকার খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের ডাল জাতীয়, তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির জন্য কৃষক ভাইদের বিনামূল্যে বীজ ও সার দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সরকারের এই উপহার গ্রহণ করে, ফসল ফলিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে জোরালো ভূমিকা পালনের জন্য কৃষক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি।

সর্বশেষ