বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩
সীতাকুণ্ড সংবাদদাতাঃ ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে উপজেলা পরিষদ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উন্নয়ন মেলা চলবে ১৭-২০ পর্যন্ত তিন দিনব্যাপী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন মেলা অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলম, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজিত মেলায় বক্তরা বলেন, একমাত্র বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই মানুষের ভাগ্য বদলের উন্নয়ন সম্ভব। ডিজিটাল বাংলাদেশের পরে এবার স্মার্ট বাংলাদেশ গড়তে পূনরায় ভোট দিয়ে আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। স্বাধীনতার পরবর্তী সময়ে অনেকে ক্ষমতায় এসেছে। কিন্তু আধুনিক বাংলাদেশ গড়ার মত ক্ষমতা কারো ছিল না।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরের উন্নয়ন কর্মকান্ডসহ ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের চিত্র স্টলে পদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।