বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: শনিবার, মে ২৭, ২০২৩
মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড প্রতিনিধিঃসীতাকুণ্ডে সামাজিক সংগঠন জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশনের সাধারণ সভা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ মে) বিকেল ৩টায় সীতাকুণ্ডের ক্যাফে মডার্ন নামে অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত সহ-সম্পাদক হাফেজ মোঃ ইমরান হোসেন পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেন। এরপর গীতা পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক একা রানী শীল, ইসলামী সংগীত পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক ফরহাদ উদ্দিন।
জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি শাহাদাত সালেহীনের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য আসিফ উদ্দিন তাজবীহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক লায়ন মো. গিয়াস উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর লায়ন হাজী মোঃ ইউসুফ শাহ, আশরাফুল আলম ভূঁইয়া, পলাশ চৌধুরী, মোঃ খালেক মোশাররফ,ইঞ্জিনিয়ার আবু জাফর, নুর খান, ওমর ফারুক প্রমুখ।
জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশনের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্টানের উদ্ভোধক ছিলেন ইন্জিনিয়ার কামরুদ্দোজা।
সভায় জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশন ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, সীতাকুণ্ড সামাজিক ও মানবিক সংগঠন মানবিক নড়ালিয়া যুব ব্লাড ফাউন্ডেশন, রক্তের সন্ধানে সীতাকুণ্ড, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড সোসাইটি, সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন, বগাচতর ব্লাড ব্যাংক, বাড়বকুণ্ড ব্লাড ফাউণ্ডেশন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে মানবতার ব্লাড ফাউণ্ডেশন।
এরপর কয়েকজন স্বেচ্ছাসেবকদেরও সংবর্ধিত করে সংগঠনটি। তারা হলেন, রমজান আলী মানিক, রাজীব হোসেন, হৃদয় আহমেদ ও মুহাম্মদ নাজমুল হুদা প্রমূখ।