সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, নভেম্বর ২০, ২০২৩
সীতাকুণ্ড প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত ঘোষিত অবৈধ অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী স্মৃতি অম্লান চত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনের নির্দেশে উত্তর জেলা যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মো. শামসুল আলম, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব সাব্বির আহমেদ চৌধুরী মেম্বার, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল করিম জুয়েল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।