বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ৩০, ২০২৩
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের একটি মন্দিরের ভেতর থেকে অজ্ঞাতপরিচয়হীন (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ফাঁস দেওয়া ওই ব্যক্তি সনাতনী ধর্মের সেটি শনাক্ত করা গেছে।
আজ মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে বাড়বকুণ্ডের অগ্নিশিখা (কালভৈরব মন্দির) ভেতরে। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ডের পাহাড়ের পাদদেশে অবস্থিত অগ্নিশিখা মন্দিরের (ভৈরব মন্দির) ভেতর থেকে একজন অজ্ঞাতপরিচয়হীন ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওই মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত। পরে তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়হীন ওই ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ফাঁস দেওয়া ব্যক্তি বাড়ি কোথায় সেটা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী এমরান হোসেন জানান, ফাঁস দেওয়া ব্যক্তির কাছে কোনো মোবাইল ফোন বা জাতীয় পরিচয়পত্র ছিল না। এলাকার কেউ তাকে চেনেন না। তাই শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির বয়স ৫০-৫৫ বলে অনুমান করা হচ্ছে। ওই ব্যক্তির পকেটে নগদ ১১ হাজার ২০০শত ১৫ টাকা পাওয়া গেছে। আমরা লোকটিকে মন্দিরের ভিতরে গলায় একটি মাফলার দিয়ে পেঁছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ ও এস আই সজিব ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, বাড়বকুণ্ড বাজারের পূর্বে পাহাড়ের পাদদেশে অগ্নিশিখা মন্দিরের (কাল ভৈরব মন্দির) ভেতর থেকে অজ্ঞাতপরিচয়হীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।