শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সীতাকুণ্ডে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১

লাশ উদ্ধার

সীতাকুণ্ডে সাগর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকার সাগর পাড়ে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সাগরের ডেউয়ের সঙ্গে লাশটি ভেসে আসে। আমরা খবর পেয়ে বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করি। ধারনা করা হচ্ছে ওই মহিলার বয়স আনুমানিক ৪০ বছর। লাশের পরনে একটি শাড়ি ছিল। মুখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ