বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: সোমবার, জুলাই ২৪, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধি :::


চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন আলী হাসান মারুফ (২৩) তার গ্রামের বাড়ি কুমিল্লা ও এনায়েত চৌধুরী (২২) তার গ্রামের বাড়ি ভৈরব। তারা দুজনেই উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।

তাদের বন্ধুু একরাম হোসেন জানান, তিন বন্ধু মিলে বিকালবেলা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যায়। পরে তারা তিনজনই সৈকতে সাঁতার কাটতে নামে। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম আছে। উদ্ধারের চেষ্টা চলছে। তারা তিন বন্ধু একসাথে গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি ব্যাচেলর বাসায় থাকে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ ফিরোজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ

সর্বশেষ