বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর মেরিন ড্রাইভ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: রবিবার, মে ২৮, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধি :::


চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট-বন্দর মেরিন ড্রাইভ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সরকারি দলের কতিপয় প্রভাবশালী নেতাদের মাধ্যমে ওশান মেরিন একাডেমি নামের ওই প্রতিষ্ঠানটি কয়েক একর সরকারি জমি দখল করে এসব স্থাপনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সরকারি প্রশাসন তাদের প্রতিষ্ঠানের পাশে একটি বিশেষ জায়গা বরাদ্দ দিচ্ছে।

এর আগে গত (৪ জানুয়ারি) ওই এলাকার ১৯৪ একর সরকারি জায়গা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জেলা প্রশাসন। উচ্ছেদের পর চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে ডিসি প্লাওয়ার পার্ক স্থাপন করা হয়।

পরবর্তীতে সরকারি বিশাল ওই জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে বিদেশি জাতের হরেক রকম ফুল দিয়ে প্লাওয়ার পার্কটি অপরূপ রুপে সাজানো হয়েছে। অবৈধভাবে নির্মিত ওশান মেরিন একাডেমি প্রতিষ্ঠানটি বিশাল এলাকাজুড়ে সরকারি জমিতে গড়ে উঠেছে। প্রভাবশালী সরকারি দলের নেতারা প্রতি মাসে ভাড়া হিসেবে মোটা অংকের টাকা নিতো। তবে প্রতিষ্টানটির কর্মকর্তারা ভাড়া দেওয়ার কথা স্বীকার করলেও কাকে এই ভাড়া দেওয়া হয়েছে তা বলেননি।

রোববার (২৮ মে) সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম ওইসব স্থাপনায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এই অভিযান সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

ওশান মেরিন একাডেমির ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, এ প্রতিষ্ঠানে ৮৪ জন শিক্ষার্থী পড়াশোনা করে। চুক্তির ভিত্তিতে শিক্ষার্থীদের ৬ মাসের কোচিং দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এর পাশে সরকারি জায়গাটি ইজারা এখনো চূড়ান্ত হয়নি। লিজ প্রক্রিয়া শেষ হলে প্রতিষ্টানটি সেখানে পুনরায় কার্যক্রম শুরু করবে। শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে প্রতিষ্ঠান উচ্ছেদের কারণে তারা হতাশ হয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে চট্টগ্রাম শহরের খুব কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় সরকারি জায়গাগুলোতে উচ্ছেদ অভিযান করেছি। অবৈধ দখল উচ্ছেদ করে বিশেষ স্থানগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে টাঙানো হয়েছে অবৈধ দখল উচ্ছেদের সাইনবোর্ড ও লাল পতাকা। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় আমরা বদ্ধপরিকর। যেখানেই অবৈধ দখলদার পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকায় ১৯৪ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। পরবর্তীতে জনস্বার্থে এখানে সরকারি উন্নয়ন কর্মকান্ড করা হচ্ছে।

সর্বশেষ

সর্বশেষ