শনিবার, ০১ এপ্রিল ২০২৩

সিজেকেএস অনিরুদ্ধ টেবিল টেনিস এ চ্যাম্পিয়ন নবীন মেলা

প্রকাশিত: শনিবার, মার্চ ১১, ২০২৩

স্পোর্টস ডেস্ক ::

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্টের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লীগ ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবীন মেলা এবং রানার্স আপ হয় ফ্রেন্ডস ক্লাব। ৩য় স্থান অর্জন করে ও.পি.এ ও ৪র্থ স্থান অর্জন করে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামের জিমন্যাশিয়াম হল এ লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া।

সিজেকেএস সহ-সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মোঃ হারুন রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মো: দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর মাহবুবুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, তাহের উল আলম চৌধুরী স্বপন, আনোয়ারুল ইসলাম, মোঃ সাইফুল আলম বাপ্পি, মো: এনামুল হক, আবু হেনা মোস্তফা কামাল টুলু, লুৎফুল করিম সোহেল, এ এস সাইফুদ্দিন, মো: জাহেদ হোসেন, আব্দুর রশিদ লোকমান, এস.এম ইকবাল মোর্শেদ, টেবিল টেনিস কমিটির ভাইস চেয়ারম্যান নোমান সুফিয়ান, যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য গাজী লোকমান হাসান প্রমুখ।

সর্বশেষ