শনিবার, ০১ এপ্রিল ২০২৩

সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

প্রকাশিত: রবিবার, মার্চ ৫, ২০২৩

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বাণিজ‌্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে ওই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিস্ফোরণের পর ভবনের একাংশ ধসে পড়ে। এতে এই হাতহতের ঘটনা ঘটে।

সায়েন্স ল্যাব এলাকায় বাণিজ‌্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়। এরমধ‌্যে আট জন ঢামেক হাসপাতালে ও পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ