শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশিত: শনিবার, জুলাই ৩০, ২০২২

নগর প্রতিবেদক::

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ সপ্তাহের লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৪ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৯৪ লাখ ১১ হাজার ১৫টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ১৫ লাখ টাকা।

কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২২ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, আইপিডিসি ফিন্যান্স, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, কাট্টালি টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

সর্বশেষ