বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ৮, ২০২১
সাতকানিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ জিহান নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গণিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিহান ওই এলাকার খন্দকার বাড়ির মোহাম্মদ বেলালের ছেলে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা জাহাঙ্গীর বলেন, বাড়ির সামনে চার শিশু রাস্তা পার হচ্ছিলো। অন্য তিন শিশু পার হলেও সে রাস্তা পার হতে পারেনি। দুর্ঘটনাবশত একটি অটোরিকশা চাপায় সে মাথা ও হাতপায়ে আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।