রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রকাশিত: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২
নগর প্রতিবেদক :
রাঙ্গামাটির সাজেকে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় নামের এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম
পুলিশ জানায়, সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে মাচালং এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী পর্যটক হৃদয় (৩০) গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।