বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি থেকে দীপিতা চাকমা নামের ওই পর্যটককে অপহরণ করে দুর্বৃত্তরা।
সন্ধ্যায় রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, অপহৃত ছাত্রীকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধার করা হয়েছে।
দীপিতা চাকমা (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একটি দলের সঙ্গে সাজেক বেড়াতে যাচ্ছিলেন। এসময় পথে তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে সে সুযোগে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং দীপিতাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পুলিশ সুপার জানান, অপহরণের পর দুর্বৃত্তরা ওই ছাত্রীকে মোটরসাইকেলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। উদ্ধার ছাত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দীপিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি একই বিভাগের স্নাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত। দীপিতা খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।