মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ২৩, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের ভাড়া ঘর থেকে নুর জাহান আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ মে) সকালে এই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নুর জাহান আক্তার পাহাড়তলীর সাগরিকা রোডে মুরগীর ফার্ম এলাকার এয়ার মোহাম্মদের ভাড়া ঘরের বাসিন্দা। তার স্বামীর নাম মো.এরশাদ।
পাহাড়তলী থানার এসআই আলাউদ্দীন বলেন, লাচ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনার সময় নুর জাহানের স্বামী গ্রামের বাড়িতে অবস্থান করছিল। তিনি ঈদের ছুটিতে যাওয়ার পর গ্রাম থেকে এখনো ফিরেননি। তবে আত্মহত্যার আগে পাশের ভাড়াটিয়ার সাথে ঝগড়া হয়েছে বলে জানতে পেরেছি।