বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সাকিবদের ব্যাটের আমন্ত্রণ জানালেন স্টার্লিং

প্রকাশিত: সোমবার, মার্চ ২৭, ২০২৩

ওয়ানডে সিরিজ জয়ের পর, এবার টাইগারদের মিশন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সোমবার (২৭ মার্চ) কক্সবাজারের সাগরিকায় প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টালিং। খেলা শুরু হবে দুপুর দুইটায়।

এদিকে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাড়িয়েছে টাইগারদের আত্মবিশ্বাস। আইরিশদের বিপক্ষেও আক্রমনাত্মক ক্রিকেট খেলতে চায় টাইগাররা।

এদিন আয়ারল্যান্ড দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। তার বদলে আইরিশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক পল স্টার্লিং।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম এবং বেন হোয়াইট।

সর্বশেষ