বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ২, ২০২১
টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার শহিদুল সুমনের পিতা মো. আবু তাহের মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
রোববার (২ মে) ভোরে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ডিবিসি নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট চীফ মাসুদুল হক।
তিনি বলেন, মো. আবু তাহের দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। রোববার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের মতিউর রহমান সারেং বাড়ির বাসিন্দা মো. আবু তাহের দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দফতরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, ৩ কন্যা, ২ পুত্র সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক শহিদুল সুমনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নগর নিউজ পরিবার মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।