শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ১৮, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
আসল মুখোশ খুলে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এসময় তিনি “ #freejournalistrozinaisla “ হ্যাশট্যাগ ব্যবহারও করেন।
চঞ্চল চৌধুরী ভেরিফাইড ফেইসবুক আইডিতে মঙ্গলবার দুপুরে লিখেছেন, “ করোনা’র কারনে আমরা যে মুখোশ পরা শুরু করেছি….
সে অভ্যাস টা চলমান থাক……
কিন্তু আসুন,আসল মুখোশ টা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই…..
দৃপ্ত কন্ঠে আওয়াজ তুলি….
“রোজিনা ইসলামের মুক্তি চাই”