শনিবার, ০১ এপ্রিল ২০২৩

সরকার বাজার মনিটরিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে : ডা. শাহাদাত

প্রকাশিত: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩

নগর প্রতিবেদক::

সরকার বাজার মনিটরিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন ।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান অতি সন্নিকটে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা দিনদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করা যাচ্ছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা এই অপকর্মের সাথে জড়িত।

তিনি বলেন, বিশ্বের মুসলিমদেশগুলোতে পবিত্র মাহে রমজান আসার আগেই মানুষের কষ্ট লাঘবের জন্য সরকার কর্তৃক ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যের মূল্য অর্ধেক নিয়ে আসা হয়। যাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়। কিন্তু আমাদের দেশে উল্টো। রমজান আসলেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দিন দিন বেড়ে যায়। এই জন্য সরকার দায়ী।

আজ শুক্রবার নগরের ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ মহিউদ্দিনের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাজী মুহাম্মদ মহিউদ্দিন খুব অসুস্থ। আমরা সকলেই তার জন্য দোয়া করব। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কার বলেন, পবিত্র মাহে রমজান অতি সন্নিকটে। এই মাসে দোয়া কবুল হয়। তাই এই দেশের মানুষ এই জালিম সরকারের জুলুম অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পায় সে জন্য বিশেষভাবে দোয়া করবেন।

দোয়া ও মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরফাথ রহমান কোকোসহ বাকলিয়া থানার মৃত সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

১৮ নং বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন,সদস্য অধ্যাপক নরুল আলম রাজু, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো:তৈয়ব, বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন, নগর বিএনপি নেতা সৈয়দ আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, এসএম সেলিম, হাসেম সওদাগ, মোহাম্মদ শাহজাহান, ইসমাইল বাবুল,আব্দুস সবুর, আলী ইউসুফ,থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃআলমগীর,নাসির উদ্দিন নাসির, ১৭ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি মোহাম্মদ সেকান্দার, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, সিনিয়র যুগ্ন সম্পাদক আলী আজগর, বিএনপি নেতা খোরশেদ আলম, এ,টি,এম ফরিদ, মোঃ কামরুল ইসলাম, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম,গোলজার হোসেন লেদু,ফোরকান চৌধুরী, যুবদল নেতা আসাদুর রহমান টিপু, ইসমাইল হোসেন লেদু, মোঃ মুসা, নুরুদ্দিন,স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, সুলতান, ছাত্রদল নেতা মোঃ জাহাঙ্গীর, অপু, প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ