বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

সমিতির পাড়ায় ইয়াবাসহ আটক দুই জন

প্রকাশিত: বুধবার, মে ৫, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার :

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়া থেকে ৬শ ৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টমটম গ্যারেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, টেকনাফ শাহপরীরদ্বীপের ১ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার কবির আহম্মদের ছেলে মোঃ জাফর আলম (২৭) ও মধ্যম কুতুবদিয়া পাড়ার মোসলেম আলীর ছেলে মোঃ ইউনুছ (৪০)।

সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিকিকিনির উদ্দেশ্যে অবস্থান করছে সংবাদে অভিযান চালানো হয়। এ সময় ৬৮৫ টি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান ওসি।

সর্বশেষ

সর্বশেষ