শনিবার, ২৫ মার্চ ২০২৩

সমাধান হয়নি, চলবে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশিত: বুধবার, এপ্রিল ২৮, ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিবাদে চমেকে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি চলছে। সমস্যা সমাধানে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির সঙ্গে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের নেতাদের বৈঠক হলেও এতে কোনো সুরাহা হয়নি।


বুধবার (২৮ এপ্রিল) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। বৈঠকে কোনো সুরহা না হওয়ায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

তবে বৈঠক শেষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিং করে বলেন, ‌চিকিৎসকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের সাথে প্রয়োজনে আবারও আলোচনা হবে। আশা করছি কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিবে।

বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার ও শিক্ষক সমতির প্রতিনিধি ও পুলিশের প্রতিনিধিরা।

আরো পড়ুন