শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সবাই এগিয়ে আসলে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না: আ.জ.ম নাছির

প্রকাশিত: রবিবার, মে ৯, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট :

চসিকের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, সমাজে বিত্তবানদের সহায়তায় মহল্লা কমিটির মাধ্যমে যেকোন সেবামূলক কাজে এগিয়ে আসলে পাড়ায় মহল্লায় ধনী গরিব ভেদাভেদ থাকবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে দেশ ও সমাজ গঠনে ভালো ভূমিকা রাখবে।

রোববার নগরীর নাজির পুল মহল্লা কমিটির উদ্যোগে নিম্ন আয়ের প্রতিবেশীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লার সাধারন সম্পাদক আবদুল মান্নান ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর এ এস এম জাফর, মহল্লার কার্যকরি সভাপতি আলহাজ্ব কামাল আহমদ বাবুল, আলহাজ্ব বেলাল আহমদ, রায়হান ইউসুপ, বায়তুর রিজোয়ান মসজিদ’র খতিব মৌলানা মহিবুর রহমান, মহল্লার সহসভাপতি ইলিয়াস মিয়া, আলহাজ্ব মোহাম্মদ ইসহাক, আলহাজ্ব মোহাম্মদ রফিক সওদাগর, সেকান্দর মিয়া, মোহাম্মদ ইসলাম, আবদুল মালেক,ফরিদ আহমদ, আবদুল মতিন, জাহেদ শেখ, মুজিবুর রহমান, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ ফারুক, ইফতেখার তুহিন, মোহাম্মদ জামাল, সিরাজ মিয়া, রুবেল, রানা, আলবি।

এসময় উপস্হিত ছিলেন মহানগর যুবলীগ নেতা দিদার উল্ল্যাহ দিদার, ওয়াহিদুল আলম শিমূল, শাহেদ হোসেন টিটু, কামরুজ্জান কমরু, ইমরান আলী মাসুদ, মাকসুদুর রহমান মাসুদ, ইসমাইল হোসেন শিমূল, মোহাম্মদ নাসির, মহসিন শিমূল, হাসান তারেক, আরমান।

সর্বশেষ