বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩
পটিয়া প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটিয়ার তিনবারের সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল বলেছেন, দেশের মানুষ আজ জালিমের হাতে শোষিত ও নিপীড়নের শিকার। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের দিন শুরু ও শেষ হচ্ছে আদালতের বারান্দায়। লক্ষ লক্ষ নেতাকর্মীকে আজকে কারাবন্দি করে রাখা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় বন্দি করে রাখা হয়েছে।
তিনি বলেন, আইনের শাসনকে নিজেদের কব্জায় নিয়ে বিএনপিসহ বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলায় সাজা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। কিন্তু জনগণ জেগে উঠেছে, এই সরকারের পতন ঘটানোর জন্য আজ রাজপথে নেমে এসেছে। চলমান একদফা আন্দোলনের বিজয় অনিবার্য, আগামী লংমার্চের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। তার জন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হয়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। গাজী শাহজাহান জুয়েলের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খান, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বদরুল খায়ের চৌধুরী, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইফউদ্দিন সালাম মিঠু, মো: গোলাম মহিউদ্দিন ,জিল্লুর রহমান,জাহেদুল হক, ইউনুছ মিয়া চেয়ারম্যান,মুজিবুর রহমান, ইদ্রিস পানু,শফিকুল ইসলাম,নজরুল ইসলাম ,আনোয়ার ইসলাম মিয়া ,সাইফুল ইসলাম খোকন,জাহাঙ্গীর আলম ,বক্কর ,আবদুস সালাম ,মাহামুদুর রহমান মান্না,গাজী মনির,মাস্টার রফিক,রফিক ডিলার,জাকির হোসেন,ফরিদ উদ্দিন মিল্টন,দিল মোহা,কামাল হোসেন ,মামুন খান,আবদুল হালিম, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, জেলা বিএনপি নেতা ইউনুছ চেয়ারম্যান, আহমদুল হক সিকদার, হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটি এম জাহেদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, নাজিম উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন ,মুসলিম মিয়া,ইন্জিয়ার হারুনুর রশিদ,মির্জা বাহার উদ্দিন ,এম মইনুদিন ,ইসলাম,নুরুল আবচার,মোহা. ইব্রাহিম,মনোয়ার হোসেন,মো. ইসমাইল প্রমুখ।