বুধবার, ৩১ মে ২০২৩

সংবাদ প্রতিনিধি নিয়োগ

প্রকাশিত: শুক্রবার, মে ১২, ২০২৩

নগর প্রতিবেদক ::

সাপ্তাহিক নগর নিউজ এর অনলাইন সংস্করণে প্রতিনিধি নিয়োগ চলছে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, বি-বাড়িয়া, রাঙামাটি জেলা / উপজেলা, থানা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

চট্টগ্রাম জেলার আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার জেলা ও উপজেলা প্রতিনিধি হিসাবে মাঠ পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী পুরুষ ও নারী সংবাদদাতা প্রয়োজন।

আগ্রহীদের যাচাই/বাছাই ও জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে আপনার মুঠোফোন বা ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।

যোগ্যতাসমূহ :

১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স ১৮ থেকে ৩৫।
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩ সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে সক্রিয় থাকতে হবে।
৫. কাজে দৃঢ় ও সাহসী হতে হবে।
৬. মাদক মুক্ত হতে হবে।

শর্তসমূহ :

১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. অফিস কাজের জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
৩. কপি নিউজ করা যাবে না।
৪. পুরানো নিউজ করা যাবে না।
৫. ঘটনার সঙ্গে সঙ্গে নিউজ করে পাঠাতে হবে।
৬. মাসে অন্তত দুটি জনদুর্ভোর্গের ভিডিও প্রতিবেদন করে পাঠাতে হবে।
৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৮. দৈনিক ডে ইভেন্ট কেন্দ্রিক নিউজের পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদের ভিডিও পাঠাতে হবে।
৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী প্রতিবেদন করা যাবে না।
১০. প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
১১. কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ১ (এক) সপ্তাহ তাদের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ করবে। তিন মাস পর নিয়োগ পত্র প্রদান ও আইডি কার্ড প্রদান করা হবে।
১২. আগামী ১০ জুন ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে।

সুযোগ সুবিধা :

১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে।
২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৫. বিজ্ঞাপনের ৫০ ভাগ প্রদান করা হবে।

নিয়োগ প্রক্রিয়া :

যারা প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত এবং এনআইডি কার্ডের স্ক্যান কপি পাঠাতে হবে।

(বায়োডাটায় নিজের ফেইসবুক আইডির লিংক থাকতে হবে)।

সিভি পাঠানোর ঠিকানা – newsnagor@gmail.com

+880 1628-103754 (হোয়াটসঅ্যাপ)।

সর্বশেষ