শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৯, ২০২১

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার বিজেপি প্রার্থী হয়ে নির্বাচন করছেন বেহালা পশ্চিম থেকে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছে কলকাতা পুলিশ। অনুমতি ছাড়াই রোড শো করার অভিযোগ তার বিরুদ্ধে। মামালা হয়েছে বেহালার আরও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধেও।

শ্রাবন্তীর নির্বাচনি ভাগ্য পরীক্ষা রোববার। সেদিন চতুর্থ দফায় হবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। কিন্তু সেই দিন রোড শো করার জন্য পুলিশের অনুমতি পাননি শ্রাবন্তী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমতি ছাড়াই রোড শো করেন শ্রাবন্তী। যার ফলে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হয়েছে শ্রাবন্তীর নামে। পুরো ঘটনার প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

শ্রাবন্তীর সঙ্গে সেই রোড শো-তে অংশ নেয়ার কথা ছিল মিঠুনের। কিন্তু রোড শো এবং ডোর টু ডোর ক্যাম্পেইনিংয়ের অনুমতি পায়নি বিজেপি। এ নিয়ে উত্তেজনা ছড়ায় পর্ণশ্রী এলাকায়। বেলা বাড়তেই পর্ণশ্রী থানা ঘেরাও করে বিজেপি সমর্থকরা। এরপরই বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, অবৈধ জমায়েতের মতো অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ